কোটালীপাড়ায় অজ্ঞাতপরিচয় নারীকে গলা কেটে হত্যা


কোটালীপাড়ায় অজ্ঞাতপরিচয় নারীকে গলা কেটে হত্যা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এ নারীর নাম পরিচয় জানেন না স্থানীয় জনগণ।

রোববার (২ জুন) ভোরে কোটালীপাড়া উপজেলার চৌধুরীর হাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।  

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, ওই নারী মানসিক ভারসাম‌্যহীন ছি‌লেন। কোটালীপাড়া উপজেলার চৌধুরীর হাট এলাকায় প্রায় চার বছর ধরে অবস্থান করে আসছিলেন তিনি। রোববার সকালে এলাকাবাসী সেখানে তার গলা কাটা মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, ভোরের দিকে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে আর তার নাম পরিচয়ই বা কি, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×