ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
- বগুড়া প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন মা ও মেয়ে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশাচালক শিবগঞ্জের সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রুপা মনি দাস (১২)।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে শ্বশুরবাড়ির উদ্দেশে পরিবার নিয়ে রওনা হয়েছিলেন বিপুল। ঢাকা থেকে ভোরে বগুড়া নেমে অটোরিকশায় নারচী গ্রামে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান।
পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব। বর্তমানে মমতা রানী ও রুপা মনি চিকিৎসাধীন আছেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।