
রাজধানীর কদমতলী এলাকায় একটি বাসার ছাদে ধূমপান বন্ধ করার চেষ্টা করার ঘটনায় মো. রিয়াদ (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তিনি পেশায় একজন ক্যামেরা টেকনিশিয়ান।
রোববার (২৮ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত রিয়াদ ভোলার দৌলতপুর উপজেলার উত্তর জয়নগর খাসেরহাট গ্রামের রুমান খন্দকারের ছেলে। বর্তমানে তিনি শনির আখড়ার পলাশপুর সিকদার ভিলায় ভাড়া থাকতেন।
আহতের সহকর্মী সোহান জানান, গতকাল রাতের দিকে সিকদার ভিলার পঞ্চম তলায় একটি ছাদে অজ্ঞাতনামা এক যুবক ধূমপান করছিল। রিয়াদ ছাদে পায়চারি করতে গেলে ওই যুবককে ধূমপান না করার জন্য বাধা দেন। এর ফলে তাদের মধ্যে বাক্যবিনিময় হয় এবং একপর্যায়ে অজ্ঞাত যুবক ধারালো অস্ত্র দিয়ে রিয়াদের মাথা, বাম বুকপাঁজর ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে সহকর্মীরা দ্রুত রিয়াদকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তার জীবন আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “গতকাল মধ্যরাতে কদমতলী এলাকা থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় আহত ওই যুবককে হাসপাতালে আনা হয়েছে। এ বিষয়ে কদমতলী থানাকে জানানো হয়েছে।”