
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। একই দাবিতে আজ থেকে বিভাগীয় শহরগুলোতেও সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ২টা থেকে শাহবাগে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা মোড়ে এসে উপস্থিত হন। তারা শাহবাগ মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এদিন বেলা ১১টায় বিক্ষোভ ও অবস্থানের ঘোষণা থাকলেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিবৃতি থাকায় তা পিছিয়ে দুপুর ২টায় নেওয়া হয়।