
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে রাজনৈতিক চমক সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এই আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন হাসনাত। এসময় তার সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতার কারণে কুমিল্লা-৪ আসনে তারা পৃথকভাবে অংশ নেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ।
এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) রাতে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপি ও সমমনা আট দলের সঙ্গে জোট গঠনের ঘোষণা দেন। এ ঘোষণার পর সাইফুল ইসলাম শহিদ ফেসবুকে প্রকাশিত পোস্টে নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়েছেন।
এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শাপলা কলি প্রতীকের হিসেবে অংশ নেওয়া হাসনাত আবদুল্লাহর সঙ্গে বিএনপির ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।