
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারসংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। পরে ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করলে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’—এমন স্লোগান দেন।
ব্যবসায়ীদের অভিযোগ, ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদা আদায় করে আসছে। চাঁদাবাজি বন্ধ ও আব্দুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তারা মানববন্ধন করছিলেন।
তাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে আব্দুর রহমানের অনুসারীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ আব্দুর রহমানকে গ্রেপ্তার করা না হলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাজপথে আন্দোলনে নামবেন।
এদিকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করেছে এবং মাসোহারা পাওয়ার কারণেই হামলার পরও তারা নীরব ভূমিকা পালন করেছে।
তবে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, “আমি বিষয়টি অবগত হয়েছি। এজাহার দিলে এ বিষয়ে মামলা হবে। এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না।”