
রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় নাজমুল ইসলাম (৩৫)কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী ও ভাতিজা সাকিব আলম বলেন, নাজমুল ইসলামের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ওলিপুর গ্রামে। তার বাবার নাম নুরনবী। বর্তমানে তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন। নাজমুল তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
সাকিব আলম আরও জানান, রাতে গ্রাম থেকে ফোনে তারা জানতে পারেন যে উত্তরা হাউজ বিল্ডিংয়ের জয়নাল মার্কেট নতুন গেট এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় নাজমুল আহত হয়েছেন। পরে তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান। আহত অবস্থায় নাজমুলকে পথচারীরা সেখানে নিয়ে গিয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
পথচারীদের তথ্য অনুযায়ী, জয়নাল মার্কেট নতুন গেট এলাকার রেললাইনে দুটি ট্রেন আসার সময় একটির সঙ্গে ধাক্কা লেগে নাজমুল গুরুতর আহত হন। তবে তিনি ওই সময় কোথায় যাচ্ছিলেন, তা কেউ নিশ্চিত করতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।