
ঢাকার মানচিত্র থেকে হারিয়ে যাওয়া এক নদী আবারও প্রাণ ফিরে পেল। রাজধানীর ভেতরে একসময় প্রবাহমান কনাই নদীতে পুনরায় পানি চলাচল শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ঢাকা গেজেটিয়ার ও ১৯৬০ সালের ঢাকা ম্যাপে কনাইসহ নড়াই, দেবদোলাই ও জিরানিসহ কয়েকটি নদীর অস্তিত্বের উল্লেখ থাকলেও সময়ের সঙ্গে এসব নদী বিলীন হয়ে যায়। সেই হারিয়ে যাওয়া নদীগুলোর একটি কনাই নদী উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ায় সোমবার (২৯ ডিসেম্বর) উত্তরায় ডিএনসিসির উদ্যোগে আয়োজন করা হয় ‘হারিয়ে যাওয়া কনাই নদী উদ্ধার উদযাপন অনুষ্ঠান’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির, পানি উন্নয়ন বোর্ডের বোর্ড সদস্য ও পরিবেশকর্মী আমিনুর রসুল, পরিবেশকর্মী মিহির বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, “হারিয়ে যাওয়া কনাই নদী উদ্ধার করে আমরা প্রমাণ করেছি—চাইলেই ঢাকার ভেতরে আবারও জলপথ ফিরিয়ে আনা সম্ভব।” তিনি বলেন, ভবিষ্যতে নগরের দায়িত্বে যারা আসবেন, তাদের দায়িত্ব হবে এই উদ্যোগকে আরও বিস্তৃত করা।
তিনি আরও জানান, কনাই নদীকে নৌচলাচল উপযোগী করতে এবং প্রায় ৯ কিলোমিটার অংশে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে ডিএনসিসি প্রথমে মাঠপর্যায়ের সমীক্ষা চালায়। এরপর উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে নদী পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম শামসুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।