
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে, যার সঙ্গে পরে যোগ দেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের একটি মিছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে পৌঁছান।
শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চলায় সেখানে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পর বিভিন্ন দিক থেকে খণ্ড মিছিল এসে জড়ো হতে থাকে। বিক্ষোভকারীদের কয়েকজনকে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাতেও দেখা গেছে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বুয়েট শিক্ষার্থীদের মিছিল এতে যুক্ত হয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ নানা স্লোগান দিতে থাকেন।