
ইউক্রেনের হয়ে রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করা ব্রিটিশ নাগরিক হেইডেন ডেভিসকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাশিয়ার সরকারি আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রয়টার্সের খবরে বলা হয়েছে, তাকে বেতনভুক্ত ভাড়াটে সৈনিক হওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। ডেভিসকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে রাখা হয়েছে।
রাশিয়ান কৌঁসুলিরা একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে ডেভিসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিওতে তিনি কালো কোট পরা ও মাথা কামানো অবস্থায় কারাগারে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, “আমি ইউক্রেনীয় সামরিক বাহিনীর বিদেশি ইউনিটে যোগদানের জন্য ইউক্রেনে গিয়েছিলাম। প্রতি মাসে আমার বেতন ছিল ৪০০–৫০০ ডলার।”
রাশিয়ান আইনজীবীরা জানিয়েছেন, ডেভিস ২০২৪ সালের আগস্টে পশ্চিম ইউক্রেনে পৌঁছান এবং একটি চুক্তি স্বাক্ষর করেন। এরপর তিনি ইউক্রেনে সামরিক প্রশিক্ষণ নেন এবং দোনেতস্কে রাশিয়ান সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডেভিস এক সময় ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত এবং মূলত সাউদাম্পটনে বসবাস করেন।