
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ক্লাব এমআইএস নেট- এর ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিভাগের সকল শিক্ষার্থীর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এমআইএস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মারিয়া তাবাসসুম মাইশা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই সেশনের শিক্ষার্থী মুহাম্মদ মিনহাজ উদ্দিন রাহাত।
এছাড়া, হেড অব ফাইন্যান্স পদে নির্বাচিত হয়েছেন মো. নূর উন নবী সিয়াম। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আশিকুর রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান উৎস এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. অলি আহমেদ।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন- অর্গানাইজিং সেক্রেটারি জারিন তাসনিম বুনন, অফিস সেক্রেটারি মোছা: নিশাত তামান্না, পাবলিক রিলেশন সেক্রেটারি সৌমিক বাইন, পাবলিকেশন সেক্রেটারি নাজমুল ইসলাম নাহিদ, স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি আব্দুল্লাহ আল তোহা, স্পোর্টস অ্যাফেয়ার্স সেক্রেটারি মোঃ মেহেদী হাসান, কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি নাহিদা নাজনিন উর্মি, রিসার্চ, আইটি অ্যান্ড কলাবোরেশন সেক্রেটারি মুহাইমিনুল ইসলাম শাফিন, কনটেন্ট ক্রিয়েটর সেক্রেটারি বিনয় পাল পার্থ, হেড অব মার্কেটিং অ্যান্ড প্রমোশন, আহমেদ ইমতিয়াজ চৌধুরী, হেড অব অডিট অ্যান্ড ইভ্যালুয়েশন তাসনিমুল হাসান সায়েম, এক্সিকিউটিভ মেম্বার মাহেদী হাসান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দিন রাহাত বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া সব সময়ই আনন্দের, আর এমআইএস নেট-এর মাধ্যমে সেই সুযোগটি কাজে লাগাতে আমি বদ্ধপরিকর। আমার প্রধান লক্ষ্য হবে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা এবং তাদের মেধা ও স্কিল ডেভেলপমেন্টের সহায়ক পরিবেশ তৈরি করা। সবাইকে সাথে নিয়ে আমরা একটি বন্ধুত্বপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব ডিপার্টমেন্ট গড়ে তুলতে চাই। এই যাত্রায় আমি শিক্ষক ও সহপাঠী সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নবনির্বাচিত সভাপতি মারিয়া তাবাসসুম মাইশা বলেন, এম আই এস নেট ক্লাবের সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ। আমার লক্ষ্য হবে ক্লাবের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সদস্যদের সক্ষমতাকে সর্বোচ্চভাবে কাজে লাগানো। শিক্ষার্থী ও বিভাগের মধ্যে একটি নির্ভরযোগ্য যোগাযোগের সেতুবন্ধন হিসেবে এমআইএস নেটকে গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে একটি ইতিবাচক, অনুপ্রেরণামূলক ও সংগঠিত ক্লাব সংস্কৃতি তৈরি করাই হবে আমাদের সম্মিলিত অগ্রাধিকার।