.png)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নারী শিক্ষার্থীরা। সকাল থেকেই নারী শিক্ষার্থীদের মধ্যে ভোটকেন্দ্র ঘিরে দেখা যায় ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, জকসু নির্বাচন শুধু একটি ভোট নয়, বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
ভোট দিতে আসা এক নারী শিক্ষার্থী বলেন, “প্রথমবার আমরা আমাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছি। নারী শিক্ষার্থীদের সমস্যা ও দাবিগুলো তুলে ধরার জন্য জকসু খুবই প্রয়োজনীয়।”
ভোট প্রদান শেষে ১৮ ব্যাচের শিক্ষার্থী খাদিজা জানান, “ভোট দিতে পেরে ভালো লাগছে। জকসু হবে নারীদের অধিকার আদায় ও বৈষম্য দূর করার প্লাটফর্ম। আশা করছি নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের কথা বলবেন।”
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলায় নারী শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেন।
ভোট প্রদান শেষে ছাত্রশিবির সমর্থিত এজিএস প্রার্থী মাসুদ রানা বলেন, বোনদের সরব উপস্থিতি লক্ষ্য করছি। এ অংশগ্রহণ জকসুর নারী কণ্ঠকে সরব রাখবে ইনশাল্লাহ।
তিনি আরও জানান, ভোট গ্রহণ সুষ্ঠু ভাবে চলছে, আশা করছি বেলা বাড়ার সাথে সাথে এ উপস্থিতি বাড়বে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবার অনুষ্টিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। এর আগে কলেজ থাকাকালীন ৩৮ বছর আগে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল।