
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল, এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান। জানা গেছে, তাদের দুজনেরই নিয়মিত ছাত্রত্ব ইতোমধ্যেই শেষ হয়েছে।
নগরীর বিনোদপুর এলাকায় শিবিরের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে বৃহস্পতিবার সকালেই বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ কমিটি ঘোষণা করেন। সমাবেশটি পরিচালনা করেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম।
নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক মেহেদী হাসান আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র, এবং বিদায়ী কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ছাত্রত্ব শেষ হওয়া দুই নেতাকে কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে জানতে চাইলে সদ্য সাবেক সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “বিধি অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের জন্য নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে থেকে নির্বাচন করা উচিত। তবে তারা দুজনেরই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত ছাত্রত্ব শেষ হয়েছে। আগামী শিক্ষাবর্ষে তারা পুনরায় ভর্তি হয়ে কার্যকর সদস্য হয়ে উঠবেন।”