
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ছাত্রদলের আদর্শিক অবস্থান নিয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবর রহমান হল, যেটির নাম শিক্ষার্থীরা মুছে দিয়ে ওসমান হাদি হল রেখেছে- সেই হলের গেটে ছাত্রদল শাখা শোক প্রকাশ করে একটি ব্যানার টাঙায়। ব্যানারের নিচে লেখা ছিল- শেখ মুজিবর রহমান হল, ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এই ব্যানারকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে এ বি জুবায়ের ফেসবুকে লেখেন, ‘আজকের দিনে এসব নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না। ছবিটা দেখেন। ঢাবির শিক্ষার্থীরা ফ্যাসিবাদের আইকন মুজিবের নাম মুছে দিয়ে হলের নামকরণ করেছে ভারতীয় আধিপত্যবাদবিরোধী আইকন শহীদ ওসমান হাদির নামে। ডাকসুর পক্ষ থেকে প্রশাসনিকভাবেও নাম পরিবর্তন করার দাবি জানানো হয়েছে।’
শেখ মুজিবকে ফ্যাসিবাদের আইকন উল্লেখ করে জুবায়ের আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের শতকরা আশি-নব্বই ভাগ শিক্ষার্থীই একমত এই ফ্যাসিবাদের চিহ্ন ক্যাম্পাস থেকে মুছে দিতে। কিন্তু একমত না ছাত্রদল! তাদের কাছে সম্ভবত ভারতীয় আধিপত্যবাদবিরোধী আইকন শহীদ ওসমান হাদির চেয়ে ফ্যাসিবাদের আইকন মুজিবের নামটাই বেশি পছন্দ! আফসোস! শুধুই আফসোস!’
পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘অথচ মেজর জিয়া, বেগম জিয়ার সংগ্রামটাই ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আর আজকে মেজর জিয়ার হাতে গড়া ছাত্রদলই ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহিদ হাদিকে স্বীকৃতি দিতে নারাজ! আফসোস! শুধুই আফসোস!’