মধ্যরাতে উত্তাল বুয়েট, সাময়িক বহিষ্কৃত এক শিক্ষার্থী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:১১ এম, ২২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অশান্ত হয়ে ওঠে মঙ্গলবার রাতের শেষ প্রহরে, যখন শত শত শিক্ষার্থী এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ‘আপত্তিকর’ মন্তব্যের বিরুদ্ধে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভে ফেটে পড়েন।
রাত ১১টা নাগাদ আন্দোলন শুরু হলে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কার করে। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী আহসান উল্লাহ হলের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ এক মুসলিম নারীকে ধর্ষণের বর্ণনা দেন এবং সেটি নিয়ে গর্ব করেন। সেই সঙ্গে বোরকা, হিজাব ও নারীদের নিয়ে করেছেন একাধিক কুরুচিপূর্ণ মন্তব্য। বিষয়টির স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে, ওই শিক্ষার্থীর অশালীন বক্তব্যের প্রেক্ষিতে সহপাঠীরা প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। বিক্ষোভ চলে রাত ২টা পর্যন্ত।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, “আহসান উল্লাহ হলের ওই শিক্ষার্থীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তার বহিষ্কারসহ কঠোর শাস্তির দাবি করছেন। অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে বুয়েট প্রশাসনের হেফাজতে রয়েছেন।”
তিনি আরও জানান, শিক্ষার্থীরা আগের দিন, অর্থাৎ সোমবারও এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হলে, আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আশরাফুজ্জামান বলেন, “আহসান উল্লাহ হল চকবাজার থানার আওতাধীন হলেও শিক্ষার্থীরা যেখান থেকে আন্দোলন করছে, সেই স্থান শাহবাগ থানার অন্তর্ভুক্ত। তবুও আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।”