খাগড়াছড়ির ঘটনায় ডাকসুর উদ্বেগ


খাগড়াছড়ির ঘটনায় ডাকসুর উদ্বেগ

খাগড়াছড়িতে সম্প্রতি ঘটেছে সহিংস পরিস্থিতি ও জাতিগত উত্তেজনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (১ অক্টোবর) নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাকসু বলেছে, “যদি ধর্ষণের অভিযোগ সত্যি হয়, অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। আর যদি এটি সাজানো বা পরিকল্পিতভাবে ঘটানো হয়, তবে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

সংগঠনটি সহিংসতায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উল্লেখ করেছে, অবরোধ, অ্যাম্বুলেন্সে হামলা, দোকান ভাঙচুর, লুটপাট, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, পর্যটক হয়রানি এবং জাতিগত সংঘাত উসকে দেওয়া নিন্দনীয়। এই সহিংসতায় ইতিমধ্যেই তিনজন নিরীহ নাগরিক নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ডাকসু সতর্ক করে বলেছে, পার্বত্য চট্টগ্রামে চলমান ষড়যন্ত্র শুধুমাত্র এলাকার শান্তি ও স্থিতিশীলতাকে নয়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বকেও হুমকির মুখে ফেলছে।

সংগঠনটি আরও জানিয়েছে, বাংলাদেশ কোনো একক জাতির দেশ নয়; এটি সবার সমান অধিকার ও মর্যাদার দেশ। তাই প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, মৌলিক অধিকার এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছে ডাকসু।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×