ইউজিসিকে ২ দাবিতে জবি ছাত্রদলের স্মারকলিপি


ইউজিসিকে ২ দাবিতে জবি ছাত্রদলের স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালায় নতুন সম্পাদকীয় পদ অন্তর্ভুক্ত করা এবং আগামী অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদান নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

রোববার (২৮ সেপ্টেম্বর) জবি ছাত্রদলের একটি প্রতিনিধি দল ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দীন খানের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেয়। ইউজিসি চেয়ারম্যানের পক্ষ থেকে তিনি স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি জমা দেওয়ার পর জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জবি ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা সমস্যায় পড়েছে। তাই আগামী অক্টোবর মাসের মধ্যেই সম্পূরক বৃত্তি প্রদান করতে হবে। এজন্যই আমরা আজ ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছি। পাশাপাশি জকসু নীতিমালায় প্রয়োজনীয় কিছু নতুন পদ অন্তর্ভুক্তির দাবি জানিয়েছি।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের কল্যাণে যা কিছু প্রয়োজন, ছাত্রদল তা করে যাচ্ছে। অক্টোবরের মধ্যে সম্পূরক বৃত্তি নিশ্চিত করা হবে বলে আমরা প্রত্যাশা করি। এটা জবিয়ানদের ন্যায্য অধিকার।

স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার ও মোস্তাফিজুর রহমান রুমি।

জকসু নীতিমালায় শাখা ছাত্রদল যেসব নতুন সম্পাদকীয় পদ যুক্ত করার প্রস্তাব দিয়েছে, সেগুলো হলো স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, দক্ষতা উন্নয়ন সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, পরিবেশ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। এছাড়া, কোষাধ্যক্ষ পদের বিপরীতে অর্থ সম্পাদক পদকে পুনরাবৃত্তি উল্লেখ করে তা বাদ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×