নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৭ জন গ্রেপ্তার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:৩২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত বুধবার রাতের অভিযান চালিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও তার নিষিদ্ধ অঙ্গসংগঠনের সদস্য বলে জানা গেছে।
ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগ রয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বর্তমানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বেশ কয়েকটি স্থানে অভিযান চালাচ্ছে। এই অভিযান অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড রোধের জন্য নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের দ্রুত আদালতে হস্তান্তর করে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে।