জাকসু নির্বাচন: ১২ হলের ভোট গণনা শেষ, ক্লান্ত এজেন্টরা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:১২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫
 
                                জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু নির্বাচনের ভোট গণনায় ইতোমধ্যে অগ্রগতি দেখা গেছে। ২১টি আবাসিক হলের মধ্যে ১২টির ভোট গণনা সম্পন্ন হয়েছে, বাকি ৯টিতে গণনা এখনও চলছে। সব হলের গণনা শেষ হলে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনার পালা শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের একজন সদস্য জানান, “দুটি টেবিলে একযোগে গণনার কাজ চলছে। ভোরবেলায় কয়েকটি হলে প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা স্থগিত রাখা হয়। তবে যেখানে এজেন্ট ছিলেন, সেখানে গণনা অব্যাহত থাকে।”
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ চলে। ভোট শেষে প্রতিটি ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয়, যেখানে রাত ১০টার পর থেকে গণনার কাজ শুরু হয়। সিনেট ভবনের এই গণনায় মূলত হল সংসদের প্রার্থীদের পোলিং এজেন্টরাই অংশ নিচ্ছেন।
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী গণমাধ্যমকে রাত পৌনে ৩টার দিকে বলেন, “বর্তমানে কেবল হল সংসদের ব্যালট গণনা হচ্ছে। জুমার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের গণনা শুরুর সম্ভাবনা নেই। সব মিলিয়ে দুপুরের পর ফলাফল ঘোষণা হতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, “শিক্ষক ও কর্মকর্তারা সকাল থেকে হলে ভোটগ্রহণের পর এখন সিনেট ভবনে গণনার দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় কাজের কারণে তারা ক্লান্ত হয়ে পড়েছেন, ফলে গণনার গতি কিছুটা মন্থর হয়েছে।”
প্রার্থীদের পাশাপাশি এজেন্টদের মাঝেও দেখা যাচ্ছে ক্লান্তির ছাপ। দীর্ঘ সময় ধরে ভোটের প্রহরায় থাকা এজেন্টদের অনেকে চেয়ারে হেলান দিয়ে বা চোখে ঘুম নিয়ে গণনার প্রহর গুনছেন।
সবকিছু ঠিকঠাক চললে দুপুরের পরেই জানা যাবে এবারের জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    