মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা শিকারে নিষেধাজ্ঞা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:১৩ পিএম, ৩১ অক্টোবর ২০২৫
 
                                ১ নভেম্বর মধ্যরাত থেকে দেশের সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরা, বিক্রি ও মজুতে শুরু হচ্ছে টানা আট মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
নিষেধাজ্ঞা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ আইন ভঙ্গ করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যেতে পারে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, “জাটকা সংরক্ষণে প্রশাসন, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আমাদের লক্ষ্য ইলিশের উৎপাদন আরও বাড়ানো।”
তিনি আরও জানান, অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ৮৯ হাজার ৪৩ জন জেলেকে চার মাসের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল সহায়তা দেওয়া হবে।
মহিপুর মাছ বন্দর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “অবরোধের সময় কিছু আর্থিক ক্ষতি হলেও ভবিষ্যতে বড় ইলিশ ধরার সুযোগ তৈরি হয়। সরকার যদি চালের পাশাপাশি নগদ সহায়তা দিত, তাহলে জেলেদের কষ্ট কিছুটা কমত।”
একই এলাকার ব্যবসায়ী সালাম হাওলাদার জানান, “এই সময়ে হিমঘর প্রায় ফাঁকা থাকে। তবুও জাটকা রক্ষায় আমরা সবাই সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি।”
লতাচাপলী ইউনিয়নের জেলে ইদ্রিস ফকির বলেন, “নিষেধাজ্ঞার সময় সংসার চালানো কঠিন হয়। সরকার চাল দেয়, এতে কিছুটা স্বস্তি মেলে। যদি নগদ সহায়তাও পেতাম, তাহলে আরও ভালোভাবে টিকে থাকতে পারতাম।”
পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা রক্ষায় আগামীকাল থেকেই সাগর ও নদীতে একযোগে অভিযান শুরু হবে।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    