পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৪৩ পিএম, ৩১ অক্টোবর ২০২৫
 
                                বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের হানিফ হাজীর ডাঙ্গী গ্রামসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, বিকেল ৩টার দিকে তারা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে ফরিদপুর থেকে নৌপুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
ফরিদপুর কোতোয়ালি থানার নৌপুলিশের এসআই মো. আবুজর গিফারী জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। ধারণা করা যাচ্ছে, মৃত অবস্থায় এটি ৮-১০ দিন আগে নদীতে ভেসে এসেছে। সুরতহাল শেষে লাশটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “নৌপুলিশ কর্তৃক লাশটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    