জাকসু নির্বাচন: দায়িত্বপালনকালে পোলিং অফিসারের হৃদয়বিদারক মৃত্যু


জাকসু নির্বাচন: দায়িত্বপালনকালে পোলিং অফিসারের হৃদয়বিদারক মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভোট গ্রহণ-পরবর্তী সকালে, নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে এই দুঃখজনক ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন। মৃত্যুবরণকারী শিক্ষিকার নাম জান্নাতুল ফেরদৌস। তিনি চারুকলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।

শাহাদাত হোসাইন জানান, “সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে যান। কিন্তু কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আমরা তাকে গাড়িতে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।”

এর একদিন আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত, তবে লাইনে থাকা ভোটারদের ভোটগ্রহণ প্রক্রিয়া চলতে থাকে এরপরও। ভোট শেষ হওয়ার পর ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে। রাত সোয়া দশটা থেকে শুরু হয় ভোট গণনা, যা টানা সারা রাত ধরে চলে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×