জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফটকে গভীর রাতে জামায়াতের এমপি প্রার্থীর হঠাৎ উপস্থিতি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফটকে গভীর রাতে জামায়াতের এমপি প্রার্থীর হঠাৎ উপস্থিতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে হঠাৎ করে উপস্থিত হন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। তার সঙ্গে ছিলেন প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী।

মাওলানা আফজাল হোসাইন উপস্থিতির কারণ ব্যাখ্যা করে সাংবাদিকদের বলেন, ‘১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশ করার পর থেকেই নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়েছে। এখন পরিস্থিতি কেমন, সেটাই খোঁজ নিতে এসেছি।’

তবে কিছুক্ষণ অবস্থানের পর তিনি একটি মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করেন। যদিও তার সঙ্গে আসা নেতাকর্মীরা তখনও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করছিলেন।

নির্বাচন চলাকালে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে ঘুরে দেখা যায়, বিপুলসংখ্যক ছাত্রশিবিরের সমর্থক সেখানে জড়ো হয়েছেন। ডেইরি গেট এলাকায় প্রায় ২০০ জন, প্রান্তিক গেটে আরও ২০০ জন এবং বিশমাইল গেটে শতাধিক বহিরাগত অবস্থান করছিলেন। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবির ভালো করেছে এবং সেই সফলতায় উদ্বুদ্ধ হয়ে তারা জাহাঙ্গীরনগরের নির্বাচনের ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলমকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘বিষয়টি আমি জানতাম না। এখনই সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা গিয়ে পরিস্থিতি দেখবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানিয়ে বিকেল ও সন্ধ্যায় ছাত্রদলসহ অন্তত চারটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয় এবং পুনঃনির্বাচনের দাবি তোলে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×