জাকসু নির্বাচন
ছাত্রীদের কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী, হট্টগোলে ভোট বন্ধ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:৩৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫
 
                                জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ফজিলাতুন্নেসা হলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান প্রবেশ করলে হট্টগোলের সৃষ্টি হয়। ছাত্রীদের কেন্দ্রটিতে তাকে দেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ছাত্রীরা প্রতিবাদ করেন এবং তাকে কেন্দ্র থেকে বের করে দেন।
এ ঘটনার পরপরই কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে উত্তেজনা বিরাজ করছে এবং ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
নির্বাচন শুরু হয় সকাল ৯টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। ২১টি হলভিত্তিক কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এ বছর ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেবেন, যার মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।
নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে গঠিত আটটি প্যানেল অংশ নিচ্ছে।
ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার ও সমান সংখ্যক সহকারী পোলিং অফিসার। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    