জাকসু নির্বাচন: শহীদ তাজউদ্দীন হলে পৌনে এক ঘণ্টা ভোট বন্ধ


জাকসু নির্বাচন: শহীদ তাজউদ্দীন হলে পৌনে এক ঘণ্টা ভোট বন্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে শহীদ তাজউদ্দীন আহমদ হলে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১১টা ৪৫ মিনিটে শিক্ষার্থীদের দাবির মুখে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে পুনরায় ভোট শুরু হয়।

ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে একযোগে ভোট গ্রহণ চলছে।

জানা গেছে, ইনডেক্স কার্ড ও পরিচয়পত্র যাচাই নিয়ে জটিলতা এবং অনিয়মের অভিযোগের পর শিক্ষার্থীরা ভোট বন্ধের দাবি জানান। এ সময় ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডা হয়। শিক্ষার্থীরা অনিয়মের সমাধান না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ রাখার ঘোষণা দেন। পরে সমস্যা সমাধানের পর দুপুর ১২টা ৩০ মিনিটে আবার ভোটগ্রহণ শুরু হয়।

এ বিষয়ে হল প্রভোস্ট লুৎফুল এলাহী বলেন, “ভোট দেওয়া ১৪৩ জনকে সাংবাদিকদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হবে। তাদের ভোটার লিস্ট প্রকাশ করা হবে। কোনো ত্রুটি থাকলে সেগুলো বাতিল করা হবে।”

উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×