রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি: ভিপি প্রার্থী আবিদুল


রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি: ভিপি প্রার্থী আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান জানিয়েছেন, তিনি ভোট প্রক্রিয়াকে উৎসবের মতো উপভোগ করতে চান, অভিযোগে জড়াতে চান না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে কার্জন হল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভোটকেন্দ্রে নিয়ম ভেঙে প্রবেশের অভিযোগ প্রসঙ্গে আবিদুল ইসলাম বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।

এর আগে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নিয়ম না মেনে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো পরিচয়পত্র তৈরি করেনি। সে কারণেই তাঁকে মেয়েদের হলের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×