ডাকসু নির্বাচন

ঢাবিকে পলিটিক্যাল থেকে একাডেমিক ইনস্টিটিউটে পরিণত করতে চাই: সাদিক কায়েম


ঢাবিকে পলিটিক্যাল থেকে একাডেমিক ইনস্টিটিউটে পরিণত করতে চাই: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি পূর্ণাঙ্গ একাডেমিক প্রতিষ্ঠানে গড়ে তোলার অঙ্গীকার করেছেন ডাকসু ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী কায়েমের দাবি, শিক্ষার্থীদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় কেমন হবে তা স্পষ্টভাবে উপস্থাপন করা জরুরি।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীরা একটি স্বপ্ন নিয়ে ঢাবিতে ভর্তি হয়। কিন্তু আবাসন সংকট, খাদ্য নিরাপত্তাহীনতা ও শিক্ষার অনুকূল পরিবেশ না থাকায় তাদের সেই স্বপ্ন ভেঙে যায়। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলব এবং সেই চর্চা সারা দেশে ছড়িয়ে দিতে চাই।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো আধুনিকায়ন করা হবে এবং বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষা এগিয়ে নিতে প্রশাসনকে বাধ্য করা হবে।

প্রশ্নোত্তরে এই ভিপি প্রার্থী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণ একপাক্ষিক। শিক্ষক, প্রশাসন ও প্রভোস্ট একটি দলের প্রতিনিধিত্ব করছে। তারা বারবার আচরণবিধি ভঙ্গ করেছে। বাইরে থেকে কোনো বাণী এলে তা বাস্তবায়ন করলে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও জুলাই আন্দোলনের চেতনাকে দমন করা হবে।

এসময় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের অন্যান্য প্রার্থীরাও বক্তব্য রাখেন। শিবির সমর্থিত ঢাবি শিবির সভাপতি ও জিএস প্রার্থী এস এম ফরহাদ, এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন খান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ও জুলাই আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থী খান জসীমের বক্তব্যের মধ্য দিয়ে প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×