ছাত্রলীগের বিচারের পর জকসু নির্বাচন চায় ছাত্রদল


ছাত্রলীগের বিচারের পর জকসু নির্বাচন চায় ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন শুরু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং ছাত্রশিবির। ছাত্রদল নির্বাচন শুরুর আগে ছাত্রলীগের ফ্যাসিস্ট ও অপরাধীদের বিচারের দাবি জানিয়ে সরাসরি পদক্ষেপ চেয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে মানববন্ধন এবং শহিদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান নেতারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা জকসু নির্বাচন চাই, কিন্তু এই ক্যাম্পাসে কোনো গণহত্যাকারী বা ফ্যাসিস্টের বিচরণ হতে পারবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূরক বৃত্তি সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনা দিতে হবে। ফ্যাসিস্টদের বিচার শেষ করে তবেই নির্বাচন আয়োজন করা হবে।

তিনি উপাচার্যকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরাও চাইলে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করতে পারি। ভিতরে রেখে নয়, বাইরে তালা দেওয়া হবে। সচিবালয় বা ইউজিসি থেকে প্রয়োজন ছাড়া তালা খোলা হবে না।

এদিকে ছাত্রশিবিরও জকসু নির্বাচনের নীতিমালা অনুমোদন, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে পাঁচ দফা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীরা অবহেলার শিকার হয়েছে। আমরা আর বঞ্চনার শিকার হতে চাই না।

এর আগে রোববার আন্দোলনরত শিক্ষার্থীরা ‘নো ওয়ার্ক’ কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে প্রশাসনকে অবরুদ্ধ করেন। উপাচার্যসহ কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় ভবনে আটকা পড়েন। রাত ১১টায় তালা খোলার পর কর্মকর্তা-কর্মচারীরা মধ্যরাতে ভবন ত্যাগ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×