চুয়েটে র‍্যাগিংয়ের ঘটনায় ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ


চুয়েটে র‍্যাগিংয়ের ঘটনায় ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ের ঘটনায় ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এই নোটিশ দেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম।

নোটিশে অভিযুক্ত শিক্ষার্থীদের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন ২৩ ব্যাচের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের মো. রাফি আহম্মদ ভুঁইয়া, আব্দুল্লাহ আল নাছির, সাজ্জাদ হাসান, তানভীর খান, মনসুর আলম সিয়াম, এসকে ফাহিম আহমেদ, মো. আতিকুর রহমান ফাহিম; যন্ত্রকৌশল বিভাগের সাখাওয়াত হোসেন সজীব; মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের আহমেদ ইতিসার; এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোনতাসিন হোসেন মাহি।

নোটিশে বলা হয়েছে, ১৩ আগস্ট রাত ১টার দিকে মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা হলের রুম পর্যবেক্ষণকালে ২৩ ব্যাচের এই ১০ শিক্ষার্থীকে ২৪ ব্যাচের ৯ জন শিক্ষার্থীকে হয়রানি করতে দেখা যায়। সরাসরি এ ঘটনায় অভিযুক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে, উল্লিখিত শিক্ষার্থীরা কেন শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা লিখিতভাবে আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরের দপ্তরে হাজির হয়ে দাখিল করতে হবে। একই সঙ্গে তাদের ওইদিন বিকেল ৩টায় স্বপক্ষে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হবে।

ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসে র‍্যাগিং ও মাদক নির্মূলে চুয়েট প্রশাসন বদ্ধপরিকর। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×