
স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে পুরস্কারের সঙ্গে নগদ টাকা বিতরণের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দেড় লাখ টাকা জরিমানা করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির হোসাইন কাসেমী। ওই অনুষ্ঠানেই নগদ অর্থ বিতরণের অভিযোগ ওঠে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মনির হোসাইন কাসেমী নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলা) আসনে খেজুর গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে বিভিন্ন ঘটনায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে একাধিকবার জরিমানাও করা হয়েছে। শনিবারের অভিযানে সর্বোচ্চ অঙ্কের জরিমানার মুখে পড়েন তিনি। এদিকে, পুরস্কার বিতরণের আড়ালে নগদ টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বলেন, “শনিবার দুপুরে সদর উপজেলার দেলপাড়া এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জানা যায়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করেন।”
তিনি আরও জানান, “যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ১৫ (খ) এর সুস্পষ্ট লঙ্ঘন এবং উপস্থিত আয়োজনকারী ও প্রার্থীর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিধিমালার ২৭ (ক) বিধি এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।”