
যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক অঙ্গনে নাটকীয়তা। এবার চট্টগ্রাম-১৩ আসনের কর্ণফুলীতে বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে বেরিয়ে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দ্বীপ কালার মোড়ল এলাকায় আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করে নেওয়া হয়। ফুলের মালা পরিয়ে নতুন সদস্যদের স্বাগত জানান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
দলীয় সূত্রে জানা গেছে, শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ এবং ১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলালের নেতৃত্বে এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদানের বিষয়ে শিকলবাহা ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ বলেন, “আমরা দীর্ঘ সময় বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতিতে জড়িত ছিলাম। জামায়াতে ইসলামীর কার্যক্রম আমাদের পছন্দ হয়েছে। তাই দেশের রাজনীতির সচেতনতা ও আদর্শিক জায়গা থেকে আজকে আমরা শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছি।”
এ সময় কর্ণফুলী জামায়াতের আমীর মুনির আবছার চৌধুরী বলেন, “জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সকল সচেতন ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে জামায়াতে ইসলামীর জনগণের জন্য কাজ করবে। আমরা সকলকে আগামী ১২ ফেব্রুয়ারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয় করে চট্টগ্রাম-১৩ আসনে নতুন সমাজ বিনির্মাণের আহ্বান জানাই।”