
ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে ভোটের মাত্র দুই দিন আগে জামায়াতে ইসলামীর প্রার্থীকে এলাকা ছাড়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সেক্রেটারি খায়রুল ইসলাম সোহেলকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভোলা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত ভোলার সিভিল জজ মো. রাকিব মাহমুদ স্বাক্ষরিত এক পত্রে তাকে এ শোকজ করা হয়।
শোকজ নোটিশে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না—সে বিষয়ে মঙ্গলবারের মধ্যে ব্যাখ্যা দিতে হবে।
সূত্র জানায়, ২৯ জানুয়ারি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাত্তার মিয়ার বাড়িতে ধানের শীষের প্রার্থীর পক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে খায়রুল ইসলাম সোহেল জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ও তার পরিবারকে উদ্দেশ করে আক্রমণাত্মক ও হুমকিমূলক বক্তব্য দেন। তিনি সেখানে উপস্থিত কর্মীদের উদ্দেশে বলেন, ভোটের দিন সকাল ৭টা থেকে কেন্দ্র দখলে রাখার সক্ষমতা তাদের রয়েছে এবং ‘বেশি বাড়াবাড়ি করলে নির্বাচনের দুই দিন আগে জামায়াত প্রার্থীকে চরফ্যাশনে থাকতে দেওয়া হবে না’।
ওই বক্তব্যের একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে খায়রুল ইসলাম সোহেল দাবি করেন, এটি ছিল তার রাজনৈতিক বক্তব্য এবং বিএনপি–জামায়াতের মধ্যে রাজনৈতিক সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে, ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর তা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।