
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় শনিবার (৩১ জানুয়ারি) অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভোর থেকে রাত পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয়েছে। এর আগে শুক্রবার রাতেও ইসরায়েলি বিমান ও স্থল বাহিনী হামলা চালিয়েছিল।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শুধুমাত্র আজকের একদিনে প্রাণ হারিয়েছেন ৩২ জন ফিলিস্তিনি। এর আগে তারা ২৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল, যা পরবর্তীতে ৩২-এ উন্নীত করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার রাফাতে হামাসের ৮ যোদ্ধা অস্ত্র নিয়ে সুড়ঙ্গ থেকে বের হয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এর জবাবে শনিবার হামাস ও ইসলামিক জিহাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আজ সকালেই গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় গাজা পুলিশের সদরদপ্তরে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং বন্দি উভয়ই রয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মারা যাওয়া পাঁচজন পুলিশ কর্মকর্তা, একজন কর্নেল, দুইজন মেজর এবং দুইজন লেফটেনেন্ট। এছাড়া আরও ১৫ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বাকি নিহতরা বেসামরিক নাগরিক।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোও পুলিশ সদরদপ্তরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল