
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জোট রাজনীতিতে যখন উত্তাপ বাড়ছে, তখন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে প্রকাশ্য সমালোচনায় মুখ খুললেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা।
আসন্ন নির্বাচনে এনসিপির জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। দুই পক্ষের মধ্যে ইতিমধ্যে আসন সমঝোতাও চূড়ান্ত হয়েছে। তবে এনসিপি নেতৃত্বের দাবি, এই জোট কোনো আদর্শগত ছাড়ের ফল নয়; তাদের মতে, মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার।
এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানান সোহেল রানা। এনসিপির নাম সরাসরি উল্লেখ না করলেও তার মন্তব্যে ইঙ্গিত স্পষ্ট ছিল। তিনি লেখেন, ‘সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এত দিন জনগণকে কেন বোকা বানালি।’ পরবর্তী সময়ে পোস্টের কমেন্ট বক্সে দলটির পরিচয় পরিষ্কার হয়ে ওঠে।
এদিকে আরেকটি পোস্টে তিনি আরও কড়া ভাষায় লেখেন, ‘আখতারুজ্জামান, অলি আহমেদ-ধিক তোমাদের দুজনকে।’
সোহেল রানার রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচিতি দীর্ঘদিনের। ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় থাকার পর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সরাসরি রণাঙ্গনে অংশ নেন। যুদ্ধ-পরবর্তী সময়ে তিনি চলচ্চিত্র অঙ্গনে যুক্ত হন এবং প্রযোজক হিসেবে ১৯৭২ সালে নির্মিত ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যেখানে মুক্তিযোদ্ধারাই অভিনয় করেছিলেন।