
দীর্ঘ তিন দশক ধরে সিনেমার পর্দায় সরব, জয় করেছেন সাধারণ মানুষের হৃদয়। ৫১ বছর বয়সে অভিনয় জীবনের সমাপ্তি টেনে অবসরের ঘোষণা দিলেন তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে শুরু হওয়া তার অভিনয় যাত্রা আজ ৩৩ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছে।
মালয়েশিয়ায় একটি স্টেডিয়ামে সম্প্রতি তার শেষ সিনেমা ‘জানা নায়গান’-এর গানমুক্তির অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের মুখে এই দুঃসংবাদ জানালেন বিজয়। অনুষ্ঠানেই তিনি ঘোষণা করেন, এটি তার শেষ চলচ্চিত্র, আর এটাই তার অভিনয় জীবনের চূড়ান্ত কাজ।
অবসরের ঘোষণা দিয়ে অভিনেতা স্বীকার করলেন, তিন দশকের দীর্ঘ সময়ে সমালোচনা, নেতিবাচক মন্তব্য ও কঠিন সময়ও কাটাতে হয়েছে তাকে। তবে ভক্তদের অকুণ্ঠ ভালোবাসা সবসময় তার শক্তি এবং প্রেরণা ছিল। তিনি বলেন, “ভক্তদের অকুণ্ঠ ভালোবাসাই ছিল আমার এগিয়ে চলার শক্তি। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আজ এই অবস্থানে পৌঁছেছি।”

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিজয় আরও বলেন, “আপনাদের ছাড়া আমি অসম্পূর্ণ। অভিনয়ের ৩৩ বছর আমি যাদের ভালোবাসা নিয়েছি, আগামী ৩৩ বছর আমি তাদের সেবায় কাজ করে যাব; বাকি জীবন ভক্তদের এই ঋণ আমি শোধ করব।”
এদিকে মালয়েশিয়া থেকে ভারতের চেন্নাই ফেরার পথে রোববার সন্ধ্যায় বিমানবন্দরে ভক্তদের ভিড়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান বিজয়। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করেন। এই ঘটনা ঘিরে উপস্থিত ভক্তদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।
ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই রাজনীতিতে প্রবেশ করেন থালাপতি বিজয়। তিনি গড়ে তুলেছেন নিজস্ব দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। দল ঘোষণার আট মাস পর ২০২৪ সালের অক্টোবর মাসে প্রথম জনসভায় অংশ নেন এবং মাত্র ৯ মাসে তামিলনাড়ুর রাজনীতিতে জোরালো প্রভাব ফেলেন।

চেন্নাইতে জন্মানো যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ‘থালাপতি’ অর্থাৎ সেনাপতি হিসেবে অভিহিত করেন। একের পর এক হিট ছবি এবং কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার পর মোটা পারিশ্রমিক ও ঝলমলে ক্যারিয়ারকে পেছনে রেখে তিনি রাজনীতির মঞ্চে নামেন।