
ছোট বয়সে শিশুশিল্পী হিসেবে খ্যাতি পাওয়া সিমরিন লুবাবা এখন মিডিয়া থেকে সরে যাচ্ছেন। শুধু অভিনয়ই নয়, সামনে থেকে আর প্রকাশ্যে মুখ দেখাবেন না বলে জানা গেছে। ইতোমধ্যে তিনি নেকাব পরা শুরু করেছেন।
লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বিষয়টি নিশ্চিত করে বলেন, “লুবাবা নিজের উপলব্ধি থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। ও আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না বলেই নেকাব পরা শুরু করেছে। এই অবস্থায় মিডিয়ায় কাজ করাও সম্ভব নয়।”
সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া লুবাবা ছোটবেলা থেকেই অভিনয় ও মডেলিংয়ে পরিচিতি পেয়েছেন। তাঁর দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণাতেই লুবাবা খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ান এবং পরবর্তীতে শিশুশিল্পী হিসেবে নিয়মিত কাজ শুরু করেন।
লুবাবার মা জানিয়েছেন, ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়ন এবং কোরআন খতমের মাধ্যমে লুবাবার মধ্যে জীবনধারায় পরিবর্তন এসেছে। এসব অধ্যয়নের প্রভাবেই তিনি মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
যদিও মিডিয়ায় আর কাজ করবেন না, তবু সামাজিক মাধ্যমে কিছু প্রচারণামূলক কার্যক্রম নেকাব পরে চালানোর পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি আগামী রমজানে ওমরাহ পালনের জন্য মক্কা যাওয়ার প্রস্তুতিও রয়েছে লুবাবার।