
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের পরিবারে জন্ম নেন তিনি। তবে এ বছর জন্মদিন উদ্যাপনের ধরনে এসেছে পরিবর্তন। পারিবারিক সিদ্ধান্তে মুম্বাই ছেড়ে পানভেলের খামারবাড়িতেই বিশেষ দিনটি কাটাচ্ছেন এই তারকা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পানভেলের ওই খামারবাড়িতে পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠজনদের সঙ্গে জন্মদিন উদ্যাপন করবেন ‘ভাইজান’ খ্যাত সালমান খান।
এর আগে অবশ্য জন্মদিনের সূচনা হয় আরও আগেই। ২৬ ডিসেম্বর রাত ১২টা পার হওয়ার পর মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রথম কেক কাটেন তিনি। সেই মুহূর্তের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বেশ আলোচনায় এসেছে।
সাধারণত প্রতি বছর মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই সালমানের জন্মদিন পালন করা হলেও এবার নিরাপত্তাজনিত কারণে স্থান পরিবর্তন করা হয়েছে। দীর্ঘদিন ধরে হত্যার হুমকি পাওয়ায় তার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
বর্তমানে বাড়ির ভেতর ও বাইরে সর্বক্ষণ কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন এই অভিনেতা। সেই নিরাপত্তা বলয়ের মধ্যেই এবছর জন্মদিনের আনন্দ ভাগ করে নিচ্ছেন বলিউডের শীর্ষস্থানীয় এই তারকা।