
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজনীয় ভোটার স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচনি প্রক্রিয়ার প্রথম ধাপ সফলভাবে শেষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। প্রয়োজনীয় ভোটার স্বাক্ষর সংগ্রহ করে তিনি নির্বাচনি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ শেষ করেছেন বলে জানিয়েছেন নিজেই।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান ডা. তাসনিম জারা। তিনি জানান, ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হতে যে ন্যূনতম ভোটার স্বাক্ষর প্রয়োজন, তা নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহ করা সম্ভব হয়েছে।
এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা-৯ আসনে প্রাথমিক মনোনয়ন পান তাসনিম জারা। পরে তিনি এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীকে সংশ্লিষ্ট আসনের মোট নিবন্ধিত ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর জমা দিতে হয়। ঢাকা-৯ আসনে এই সংখ্যাটি ৪ হাজার ৬৯৩ জন।
মাত্র দুই দিনের মধ্যেই প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করে তিনি রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সংখ্যার চেয়েও বেশি স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয় তার টিম।
ফেসবুক পোস্টে এই সাফল্যের কৃতিত্ব নিজের নয় বলে উল্লেখ করেন তাসনিম জারা। তিনি লেখেন, “এই অর্জন আমার নয়, বরং আপনাদের সবার। যারা তীব্র শীত উপেক্ষা করে খুব ভোরে কিংবা গভীর রাতে বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব এমনকি সন্তানদের নিয়ে স্বাক্ষর দিতে এসেছেন, এটি তাদেরই সাফল্য।”
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেন তাসনিম জারা। খিলগাঁও ও বাসাবো এলাকায় স্থাপিত বুথের মাধ্যমে ভোটারদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। সোমবার দুপুরের মধ্যেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যান তিনি, যা তার নির্বাচনি প্রচেষ্টায় নতুন গতি যোগ করেছে।