
শ্রীলঙ্কার চা-উৎপাদনকারী পাহাড়ি অঞ্চলে রোববার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে ২১ যাত্রী নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, রোববার (১১ মে) ভোরে রাজধানী কলম্বো থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৬ মাইল) পূর্বে শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চলে অবস্থিত কোটমালে শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
কোটমালে এলাকায় পৌঁছানোর পর পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
পরিবহন উপমন্ত্রী প্রসন্ন গুণসেনা গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন এবং ১৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর এএফপির।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখানো হয়েছে, বাসটি খাদের নিচে উল্টে পড়ে আছে এবং উদ্ধারকর্মীরা আহতদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে কাজ করছেন।
বাসটির চালকও আহত হয়েছেন এবং তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, বাসটি একটি রাষ্ট্রায়ত্ত বাস কোম্পানি দ্বারা পরিচালিত। শ্রীলঙ্কায়, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বেপরোয়া গাড়ি চালানো, দুর্বল রক্ষণাবেক্ষণ ও সরু রাস্তাঘাটের কারণে প্রায়শই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে।