
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা এস. সাঈদ। নিউইয়র্কের কুইন্স থেকে প্রথম মুসলিম এবং যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি পদে।
বুধবার (৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে সোমা সাঈদের পরিবারের সদস্য বুরহান চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচনে দুই লাখ ৬০ হাজারেরও বেশি ভোট পেয়ে এই ঐতিহাসিক জয় অর্জন করেন তিনি।
বিজয়ের প্রতিক্রিয়ায় সোমা সাঈদ বলেন, “এটি আমার পরিবার, আমার সমাজ এবং আমার দেশের বিজয়।”
টাঙ্গাইল জেলায় জন্ম নেওয়া সোমা সাঈদের বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, আর মা ছিলেন প্রধান শিক্ষিকা। ২০২১ সালে তিনি নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টি থেকে সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন। এরপর থেকেই তিনি আইনি অঙ্গন ও নাগরিক সমাজে সম্মানজনক অবস্থান গড়ে তোলেন।
বর্তমানে বিচারপতি সোমা সাঈদ তার স্বামী মিজান চৌধুরীর সঙ্গে নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন।
আইন, সমতা ও ন্যায়বিচারের প্রতি গভীর অঙ্গীকারের জন্য তিনি নিউইয়র্কের আইনি পরিমণ্ডলে ব্যাপকভাবে পরিচিত। তিনি একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন—এর মধ্যে রয়েছে নিউইয়র্ক সিটি সম-অধিকার প্রয়োগ পরিষদের সহ-সভাপতি, ন্যায়বিচার অধিকার পরিষদের বোর্ড সদস্য এবং নিউইয়র্ক মার্কিন-এশীয় বিচারকদের সংস্থার সক্রিয় সদস্য হওয়া।
এছাড়া তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, যা তার নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধের প্রমাণ বহন করে।