
গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির বিষয়ে চলমান আলোচনায় শিগগিরই অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা করছেন, এক সপ্তাহের মধ্যেই এ আলোচনা ইতিবাচক মোড় নিতে পারে। তবে আলোচনার অগ্রগতিতে ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমনটাই দাবি করছে কূটনৈতিক সূত্রগুলো।
টাইমস অফ ইসরায়েলের বরাতে জানা গেছে, গত চারদিন ধরে আলোচনায় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে। আরব বিশ্বের একজন শীর্ষ কূটনীতিক এবং মধ্যস্থতাকারী সূত্র জানিয়েছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদী হলেও নেতানিয়াহুর রাজনৈতিক হিসাব-নিকাশ বিষয়টিকে জটিল করে তুলছে।
সূত্র বলছে, চলতি বছরের ২৭ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের অধিবেশন চলবে। এই সময়ের মধ্যে সংসদ ভাঙা বেশ কঠিন হয়ে পড়ে, তাই নেতানিয়াহু এই সময়ের আগেই বড় অগ্রগতি চান না। ধারণা করা হচ্ছে, যুদ্ধ শেষ হলে রাজনৈতিক বিরোধিতা বাড়তে পারে এবং এতে তার সরকার টিকে থাকা কঠিন হয়ে উঠবে। বিশেষ করে তার জোটের অতি-ডানপন্থী অংশ হামাসকে গাজা শাসনে রাখার বিপক্ষে কড়া অবস্থানে রয়েছে।
এদিকে, গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দুই দফা বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকে তিনি জোর দিয়ে বলেন, হামাস গাজায় ক্ষমতায় থাকলে যুদ্ধবিরতি সম্ভব নয়। গাজা থেকে হামাসের প্রভাব সম্পূর্ণ বিলুপ্ত না হওয়া পর্যন্ত ইসরায়েল শান্তি প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি।