
রাজধানীর কাকরাইল মোড়ের কাছে রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনায় নানা গুজব ছড়ালেও বিষয়টি নিছক দুর্ঘটনা ছিল বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। পরে সেটি মেরামতের জন্য একজন মেকানিক আনা হয়। তবে একাধিকবার চেষ্টা করেও গাড়িটি সচল করা সম্ভব হয়নি। এক পর্যায়ে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়, এতে মেকানিক সামান্য আহত হন। এ সময় ঘটনাটি স্থানীয়রা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে বিভিন্ন মাধ্যমে ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ে।
ডিএমপি জানায়, “এটি সম্পূর্ণভাবে একটি দুর্ঘটনা, এর পেছনে কোনো নাশকতার বিষয় নেই।” একই সঙ্গে এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।