
সৌদির পর এবার কাতারের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে এই প্রস্তাব দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে কাতারে পৌঁছান জারদারি। সেখানে শেখ তামিমের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব উপস্থাপন করেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি কাতারের সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, জারদারির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন শেখ তামিম। পাশাপাশি তিনি কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেবেন বলে জানিয়েছেন।
কাতারের আমির পাকিস্তানকে সৌদির সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির জন্যও অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তান গত ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল।
বিশ্লেষকদের মতে, পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে ভারসাম্য বজায় রাখছে। দেশটির চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি রয়েছে, যদিও কাতারের সঙ্গে সৌদি আরবের বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব বিদ্যমান।
জারদারি ও শেখ তামিমের বৈঠকে প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি কৃষি ও খাদ্য নিরাপত্তা সহ অন্যান্য ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার বিষয় আলোচনা হয়েছে।
এছাড়া, সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিল। কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। জারদারি কাতারের আমিরকে এই মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।