
প্রথমবারের মতো নৌ-ড্রোন ব্যবহার করে ইউক্রেনের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ‘সিম্ফেরোপোল’ নামের জাহাজটি ডানিউব নদীর প্রবেশপথে ডুবে গেছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে তারা।
ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলোও হামলার খবর প্রকাশ করেছে, তবে তারা জাহাজটির নাম উল্লেখ করেনি।
ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক হামলার ঘটনা স্বীকার করে জানান, এতে একজন ক্রু নিহত হয়েছেন, কয়েকজন আহত এবং আরও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। তবে তিনি জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি। স্থানীয় গণমাধ্যম ইউক্রিনফর্মকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।”
‘সিম্ফেরোপোল’ একটি মিডিয়াম নজরদারি যুদ্ধজাহাজ। এটি প্রজেক্ট লাগুনার আওতায় ৫০২ইম ট্রলার প্রকল্পের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারির জন্য তৈরি করা হয়। ২০১৯ সালে জাহাজটি পানিতে নামানো হয় এবং ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়। মূলত রেডিও-ইলেকট্রনিক গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নৌবাহিনীর অভিযানে সহায়তা করাই এর প্রধান দায়িত্ব।
এদিকে বুধবার গভীর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালায় রাশিয়া। ভয়াবহ এই হামলায় অন্তত ১৮ জন নিহত হন। ঘটনার পর ইউরোপীয় নেতারা অভিযোগ করেন, শান্তি আলোচনার আড়ালে রাশিয়া ‘প্রহসন’ চালাচ্ছে।