
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।
সিরিয়ার সাবেক শাসক বাশার আল–আসাদের আমলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। খবর রয়টার্সের।
মঙ্গলবার (১৩ মে) সৌদির রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি এ সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
এবং খুব গুরুত্বপূর্ণ হলো, ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার পর এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সোমবার কথা বলার সময়, তিনি আমাকে একই কথা বলেছেন।
আমার মধ্যপ্রাচ্যের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। আমি সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব। যেন তারা উন্নতি করতে পারে।
তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো ছিল নির্মম। যদিও বাশার আল-আসাদের সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এখন সিরীয়দের উন্নতি করার সময়।
আমি তাদের বলব, গুড লাক সিরিয়া। সৌদি আরব যা করেছে তাদের মতো আপনারাও এমন বিশেষ কিছু করে দেখান। একসঙ্গে আমরা অসাধারণ অনেক কিছু করেছি।
কিন্তু আমরা এখনো উজ্জ্বল নতুন দিনের ভোরে আছি। যা মধ্যপ্রাচ্যের অসাধারণ, অসাধারণ মানুষের জন্য অপেক্ষা করছে।’
এদিকে বুধবার সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-সারার সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে তার দপ্তর হোয়াইট হাউজ বিষয়টি নিশ্চিত করেছে। লন্ডন টাইমস দাবি করেছে, ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় আব্রাহম চুক্তির মাধ্যমে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করতে পারেন তিনি।
ট্রাম্পের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জনগণের বিরুদ্ধে বাশার সরকারের যুদ্ধাপরাধের প্রতিক্রিয়ায় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মন্তব্যকে স্বাগত জানায় সিরিয়া।