
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাহে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ১৯ কোটি টাকার বাজেট দাবি করেছে।
সম্প্রতি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠিয়ে এই বরাদ্দের অনুরোধ জানিয়েছেন। চিঠির একটি কপি নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পর জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সহযোগিতা প্রদান ও অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সর্বোচ্চভাবে মোতায়েন থাকেন। এজন্য মোট ১৯ কোটি ৯ লাখ ৩৮ হাজার ১২০ টাকার প্রয়োজন।
মহাপরিচালক ছয়টি খাত উল্লেখ করে এই অর্থ বরাদ্দের আবেদন করেছেন। খাতগুলো হলো: দৈনিক খোরাকি ভাতা, আপ্যায়ন ব্যয়, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনিহারি, ব্যবস্থাপনা ব্যয় এবং মেশিন ও সরঞ্জামাদি ভাড়া।
সবচেয়ে বেশি অর্থ চাওয়া হয়েছে পেট্রোল ও লুব্রিক্যান্টের জন্য, যার পরিমাণ ৭ কোটি ৪১ লাখ টাকা। নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনী ও সংস্থার নিয়োজিত কর্মীদের ভাতা ও অন্যান্য ব্যয় মিটিয়ে থাকে। সম্প্রতি কমিশন আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকে বাজেটের চাহিদি সংগ্রহ করেছে এবং আলোচনা শেষে বাজেট অনুমোদনের সিদ্ধান্ত নেবে।