
নেপাল এবার দেশের ইতিহাসে প্রথম নারী অ্যাটর্নি জেনারেল পেয়েছে। জেন-জি বিক্ষোভের প্রভাবে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দেন রমেশ বাদল। রোববার প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল রমেশ বাদলের পদত্যাগপত্র গ্রহণ করে দেশটির প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে সবিতা ভান্ডারিকে নিয়োগ দেন।
সাবিতা ভান্ডারী দেশের প্রথম নারী আইনজীবী, যিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। প্রেসিডেন্ট অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ চূড়ান্ত করা হয়। সবিতা আগে নেপালের জাতীয় তথ্য কমিশনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি প্রখ্যাত আইনজীবী কৃষ্ণ প্রসাদ ভান্ডারির কন্যা।
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী কার্কি রোববার সকালে ভান্ডারিকে এই পদে প্রস্তাব দেন। ওলি সরকারের পতনের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর, কার্কি তার সরকারের গুরুত্বপূর্ণ পদে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন।
এর আগে, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে সুশীলা কার্কি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। শুক্রবার রাত ৯টায় রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল শপথ বাক্য পাঠ করান।
৭২ বছর বয়সী সুশীলা কার্কি আগে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে এবার নেপালে আবারও ইতিহাস সৃষ্টি হলো। দেশটির তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য।