
রাজনীতির রঙ বদলের একদিন না যেতেই আইনের হাতে ধরা পড়লেন কুমিল্লার সাবেক এক ছাত্রনেতা। বিএনপিতে যোগদানের পরের দিনই জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন মো. শাহীন মিয়া।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক করার পর শাহীন মিয়াকে কুমিল্লা জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
মো. শাহীন মিয়া দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মো. শহীদ মিয়ার ছেলে এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবেও পরিচিত ছিলেন।
মামলা ও পুলিশের হয়রানি থেকে রেহাই পাওয়ার আশায় রোববার সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন মো. শাহীন মিয়া। এ সময় তার সঙ্গে প্রায় ২০০ জন নেতা-কর্মীও বিএনপিতে যোগদান করেন। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবং তার ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি ফুলের মালা পরিয়ে শাহীন মিয়াকে দলে স্বাগত জানান। দলীয় কর্মসূচির অংশ হিসেবে যোগদানের পরপরই দেবিদ্বার পৌর এলাকায় বিএনপি ও ধানের শীষের মিছিলে স্লোগান দিতে দেখা যায় তাকে।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শামসুল আলম বলেন, "শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।"