
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তিনি এখনো কোনোভাবেই তথাকথিত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেননি। তার মতে, ‘না’ ভোটে যেমন দেশের স্বার্থ রক্ষা হবে না, তেমনি ‘হ্যাঁ’ ভোট দিলেও দেশের কোনো কল্যাণ হবে না। বরং পুরো প্রক্রিয়াটিকে তিনি সংবিধানবিরোধী, আইনবহির্ভূত ও গণতন্ত্রবিরোধী হিসেবে অভিহিত করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের এসব কথা বলেন। তিনি রংপুর সদর-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চান।
অভিযোগ করে তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের মতামতকে উপেক্ষা করে একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এই তথাকথিত ‘হ্যাঁ’ ভোট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আইনের বাইরে এবং গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত টেকসই হতে পারে না।”
তিনি আরও বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই—দেশের মানুষ তথাকথিত ‘হ্যাঁ’ ভোট গ্রহণ করছে না। এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই ‘হ্যাঁ’ ভোট দিলেও দেশের প্রকৃত সমস্যার সমাধান হবে না, আর ‘না’ ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে।”
নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, “দেশের মানুষ এখন ১২ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনে জনগণের রায়ই চূড়ান্ত রায় হবে। কোনো ষড়যন্ত্র, চাপ বা কৃত্রিম আয়োজন দিয়ে জনগণের সিদ্ধান্ত বদলানো সম্ভব নয়।”
প্রচারণাকালে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, রংপুরে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন রয়েছে এবং নির্বাচনের দিন লাঙ্গল প্রতীকের পক্ষে বিপুল ভোট পড়বে বলে তারা আশাবাদী।