
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দল প্রস্তুত রয়েছে। তবে নির্বাচনে অংশ নেওয়ার আগে তাদের দাবিসমূহ মেনে চলা আবশ্যক, অন্যথায় এবারও তারা নির্বাচনে যাবে না।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। বৈঠকে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন—কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিমউদ্দিন সরকার, ঢাকা মহানগরীর উত্তরের নায়েব আমির আব্দুর রহমান মুসা, ঢাকা মহানগরীর সেক্রেটারি ইয়াসিন আরাফাত, এবং ইঞ্জিনিয়ার বিভাগের সভাপতি আবিদ হাসান।
হামিদুর রহমান আযাদ বলেন, “বাংলাদেশে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড আসেনি। আমরা অন্যান্য দাবির সঙ্গে এটিও জোরালোভাবে বলছি, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে; যা এখনও অনুপস্থিত।”
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা জানতে চাইলে তিনি জানান, “ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের কোনও সমস্যা নেই। আমরা তো বলেছিলাম ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচনের টাইমলাইন ঠিক করা যেতে পারে। সরকার যদি প্রস্তুত থাকে, এই সময়ে নির্বাচন করা সম্ভব।”
নিজের আসন ছাড়া অন্য কোনো আসনে পর্যবেক্ষণ দিয়েছেন কিনা প্রশ্নে আযাদ বলেন, “সামগ্রিকভাবে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।”
পিআর পদ্ধতিতে নির্বাচনে অংশ নেবেন কিনা প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু বলেননি। তবে বলেন, “সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমরা আন্তরিক ছিলাম। এই পদ্ধতিটিও দেশের জন্য কল্যাণকর হবে। পিআর পদ্ধতিতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে।”
তিনি আরও জানান, “আমরা তিনশ’ আসনের প্রার্থী দিয়ে মাঠে-ময়দানে জনগণের কাছে যাচ্ছি এবং জনমত গঠনের কাজ করছি। সংসদীয় আসনের সীমানাসহ কিছু বিষয় রয়েছে। আমাদের বক্তব্য তুলে ধরেছি; কমিশন জানিয়েছে, তা বিবেচনায় নেওয়া যায় কিনা খতিয়ে দেখা হবে।”